Tuesday 11 February 2020

ছাতকে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়


ছাতক প্রতিনিধি::ছাতকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের উদ্যোগে পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য হুসাইন আহমদ লনির পরিচালানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালিক, বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন, বাউভোগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু ঞ্জন চন্দ, মোল্লাআতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম, বিলপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম, তকিপুর হাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদীতা তরফদার, নতূনবাজার ধারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া বেগম, গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপ্রা রানী রায়, বিশ্বম্ভরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রায়, গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উর্মী নাথ, খাগামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা বেগম, কাটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজশ্রী পথ্য, বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন।
এসময় ইউপি সচিব অধির রঞ্জন দাস, ইউপি সদস্য সামছুল হক, আলকাব আলী, মাহমদ আলী, নিজাম উদ্দিন, সদস্যা রেহেনা বেগম, ছাদিকা বেগম ও শুভা রানী দাস, ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পরেশ দাস, অনুপম কর, অমিতাভ রায়, আবু তাহের, বিপ্লব কান্তি দাস, রোকেয়া বেগম, ফাতেমা বেগম, সুমনা আক্তার, রুকসানা বেগম, মনোয়ারা বেগম, মাধবী রানী রায়, লুৎফা বেগম, সাইদা আফরিন, রেজিয়া বেগম, আছমা বেগম, মিলি, রাহেলা বেগম, শেলি বেগম, বিউটি বেগম, রুমি বেগম, প্রভা রানী, নাজমীন বেগম, নাজমা বেগম, নার্গিস বেগম, লিপি বেগম, আয়শা বেগম, তাহমীনা বেগম, নুরুন নাহার পারভীন, মিত্রা রানী দাস, তপোতি রানী, মুক্তি রানী, ফরিনা বেগম, লিপি বেগম, রুজিনা বেগম, ফাতেমা বেগম, লিমা দাস, ইউপি উদ্যোক্তা সুজেল মিয়াসহ ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment